ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ

খালেদা জিয়া শারীরিক-মানসিকভাবে অনেকটাই সুস্থ আছেন

স্টাফ রিপোর্টার

(৩ দিন আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৪:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

শারীরিক ও মানসিকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে তিনি এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, ‘চিকিৎসা পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ, অনেকটুকু সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক শক্তিশালী আছেন। আপনারা উনার সুস্থতার জন্য দোয় করবেন। অনেকটাই শারীরিক-মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরোজায় ফেরত এসেছেন। যদিও ১৪ ঘণ্টার জার্নি এবং রাস্তার এই অবস্থায় উনি শারীরিকভাবে একটু অবসন্ন। তারপরেও মানসিকভাবে উনার অবস্থা অত্যন্ত স্থিতিশীল আছেন। এজন্য আল্লাহ’র কাছে আমরা দোয়া চাই, দেশবাসীর কাছেও দোয়া চাই- যাতে উনার সুস্থতা অব্যাহত থাকে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুবাইদা রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী) আজকে এসেছেন, আলহামদুলিল্লাহ। ব্যারিস্টার জায়মা রহমান আমেরিকাতে একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয়, যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে, যে নেতৃত্ব উনি লন্ডনে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব, শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার নেতৃত্ব, দেখবেন অল্প কিছুদিনের মধ্যে হয়তো সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন।’

ডা. জাহিদ বলেন, ‘ডা. জুবাইদা রহমান এসেছেন। উনি ম্যাডামের সঙ্গে এসেছেন। এটা তো শুরু নয়, এটা উনাদের দেশ, উনারা আসবেন। এটাই স্বাভাবিক। আসতে দেয়া হয়নি। সেজন্য আসতে পারেননি। সময়ই বলে দেবে উনি কয়দিন থাকবেন। তবে স্বাভাবিকভাবেই উনার স্বামী, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওখানে আছেন, উনার মেয়ে ওখানে আছে। আবার কয়েকদিনের মধ্যে ওখানে যাবেন। গিয়ে সব কিছু গোছগাছ করে অতি দ্রুতই তারেক রহমানসহ আবারও দেশে প্রত্যাবর্তন করবেন।’  

আরেক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, ‘যখনই প্রয়োজন এবং জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেবেন।’

তিনি বলেন, ‘১৪ ঘণ্টার জার্নি করার পর রাস্তায় জনতার যে উচ্ছ্বাস ও অভিনন্দন যদিও জনতার পক্ষে থেকে ঠিকই আছে, কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু, উনার পক্ষে যদিও এটি কষ্টকর। তারপরেও উনি জনগণের নেত্রী, জনগণের পাশে থাকতেই পছন্দ করেন, সেজন্য আপনাদের (সাংবাদিক) মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ যারা উপস্থিত থেকে উনাকে অভিনন্দন জানিয়েছেন-তাদের উনি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন।’

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status