ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রাজনীতি

ফখরুলের সঙ্গে বৈঠক

নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া

স্টাফ রিপোর্টার

(৫ দিন আগে) ৪ মে ২০২৫, রবিবার, ১:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৬ অপরাহ্ন

mzamin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। আলোচনায় বাংলাদেশে নির্বাচন কবে এবং কত তাড়াতাড়ি হবে তা রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বৈঠকের বিষয়ে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে, তারা জানতে চাচ্ছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কবে, কতো তাড়াতাড়ি হবে। সবাই তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সকলের। সেজন্য তো সকলে অপেক্ষা করছে, শুধু রাশিয়া নয়। সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘হ্যাঁ ওটার জন্য তারা অপেক্ষা করছে। বাংলাদেশের দিক থেকেও কো-অপারেশন চাচ্ছে তারা। সমাপ্তি করতে হবে, এটা প্রজেক্ট। এটা সমাপ্তির পর্যায়ে, বাংলাদেশে সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে, সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু। সেটা ভিন্ন আলোচনা।’  

তিনি বলেন, ‘আমাদের দু’দেশের মধ্যে যে সম্পর্ক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কী কী করবো আমরা, বাংলাদেশের সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক অনেক দিনের, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে তাদের তো যথেষ্ট ইনভেস্টর রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য।’

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

sir ekbare jogon k bolod boli dela to hoi

m
৪ মে ২০২৫, রবিবার, ২:২০ অপরাহ্ন

রাশিয়ার ব্যাপারে হুশিয়ার।

আজাদ আবদুল্যাহ শহিদ
৪ মে ২০২৫, রবিবার, ২:১৪ অপরাহ্ন

কি বিচিত্র দুনিয়া,যেই রাসিয়া হাসিনার অবৈধ নির্বাচনকে নগ্ন সিক্রিতি দিত সেই রাসিয়া আজ বিএনপির সাথে বসে নির্বাচন নিয়ে আলোচনা করে। বিএনপি ও তাদের সাথে আগ্রহের সাথে আলোচনায় বসে!

ফরিদ আহম্মেদ
৪ মে ২০২৫, রবিবার, ১:৫৩ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status