খেলা
স্কালোনিকে কোচ বানাতে বার্সেলোনাকে সুপারিশ মেসির
স্পোর্টস ডেস্ক
(৭ মাস আগে) ৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩০ পূর্বাহ্ন
বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি হার্নান্দেজ। আগামী জুনে ব্লাউগ্রানাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন স্প্যানিশ কোচ। ব্লাউগ্রানাদের সম্ভাব্য নতুন কোচের তালিকায় রয়েছেন রাফা মার্কিজ, থিয়াগো মোতা, মিকেলের মতো অভিজ্ঞ ম্যানেজারদের নাম। নতুন খবর দিয়েছে স্প্যানিশ দৈনিক তদোফিচাহে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বার্সেলোনায় জাভির জায়গা নিতে পারেন লিওনেল স্কালোনি।
ছন্দে নেই বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়া ব্লাউগ্রানারা বাদ পড়েছে কোপা দেল রে’র শেষ ষোলো থেকে। সবশেষ স্প্যানিশ লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারে কাতালানরা। সেই ম্যাচের পরই পদত্যাগের ঘোষণা দেন বার্সেলোনা কোচ জাভি। ২০২৫ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ স্প্যানিশ কিংবদন্তি। তবে আগামী ৩০শে জুন কাতালান ক্লাবটির দায়িত্ব ছাড়তে চেয়েছেন জাভি। স্প্যানিশ গণমাধ্যম তদোফিচাহের বরাত দিয়ে টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়বেন জাভি হার্নান্দেজ। এরপর কাতালানদের কোচ হতে পারেন কোচ লিওনেল স্কালোনি। তদোফিচাহে জানিয়েছে, আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ স্কালোনিকে বিবেচনায় নিতে বার্সেলোনাকে সুপারিশ করেছেন ক্লাবটির সাবেক কিংবদন্তি ফুটবলার ও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
গত নভেম্বরে ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে আর্জেন্টিনা। ১-০ গোলের সেই জয়ের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুরোধে ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকতে রাজি হয়েছেন স্কালোনি। আগামী ২০শে জুন থেকে ১৪ই জুলাই পর্যন্ত চলবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। প্রতিযোগিতাটি শুরু হওয়ার ১০ দিন আগে বার্সেলোনার দায়িত্ব ছাড়বেন জাভি হার্নান্দেজ। অর্থাৎ, স্কালোনিকে কোচ বানাতে চাইলে বার্সেলোনাকে কিছুদিন অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে কাজ চালাতে হবে।
২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। তার অধীনে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা। ২০২২ সালে আর্জেন্টিনাকে ফিনালিসিমা জেতান স্কালোনি। একই বছর বিশ্ব চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।