ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

মায়ার্সের সেঞ্চুরি, বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

(৩ বছর আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ১০:২৫ পূর্বাহ্ন

mzamin

কাইল মায়ার্সের হার না মানা শতকে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে তাদের সংগ্রহ ৩৪০ রান। বাংলাদেশের চেয়ে এরই মধ্যে ১০৬ রানে এগিয়ে গেছে ক্যারিবিয়ানরা।

যদিও দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নামা উইন্ডিজ ১৩৭/৪ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায়। দলীয় ১০০ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। ৪৫ রান করা জন ক্যাম্পবেলকে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তিনি। ১৩১ রানে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে (৫১) বোল্ড করেন মিরাজ। পরের ওভারে জোড়া আঘাত হানেন খালেদ হাসান। রেমন্ড রেইফার (২২) ও এনক্রুমা বোনারকে (০) বোল্ড করেন এই পেসার।

তবে দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। জার্মেইন ব্ল্যাকউড ও কাইল মায়ার্সের জুটিতে ৪ উইকেটে ২৪৮ রান তুলে সেশন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ১১৬ রানের জুটি ভাঙে তৃতীয় সেশনের শুরুতে। ৪০ রান করা ব্ল্যাকউডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।

এরপর উইকেটরক্ষক-ব্যাটার জশোয়া দা সিলভার সঙ্গে ৯২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন মায়ার্স। তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দিন শেষে মায়ার্স ১৮০ বলে ১৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ১২৬ রানে অপরাজিত। দা সিলভা খেলেছেন ১০৬ বলে ২৬* রানের ধৈর্যশীল ইনিংস।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status