খেলা
বছরের প্রথম ‘১০০০’ লিটনের
স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২২, রবিবার
সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে শুক্রবার অর্ধশতক হাঁকান লিটন কুমার দাস। এতে লিটন গড়েন আরেক কীর্তি। তিন ফরম্যাট মিলিয়ে চলমান বছরে ১০০০ রান পূর্ণ হলো তার। ২০২২ সালে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ৯৯৬ রান নিয়ে ইনিংস শুরু করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ৭০ বলে খেলেন ৫৩ রানের ইনিংস। এতে চলতি বছরে লিটনের রানসংখ্যা দাঁড়ালো ১০৪৯। এতে তিনি খেলেছেন ২০ ইনিংস। রানের গড় ৪৯.৯৫। ফিফটি দাঁড়ালো ৬টি, পাশাপাশি সেঞ্চুরিও আছে ৩টি। সর্বশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ১৪১ রানের ইনিংস, এখন পর্যন্ত সেটাই হয়ে আছে তার সর্বোচ্চ। চলতি বছর ওয়ানডেতে লিটনের সংগ্রহ ৩৩৬ রান। ৬ ওয়ানডেতে তার গড় ৫৬। তার একটি সেঞ্চুরি ও দুইটি ফিফটি রয়েছে এখানে। আর টি-টোয়েন্টিতে ২ ইনিংস খেলে ৭৩ রান করেছেন তিনি। এখানেও ফিফটি আছে একটি। লিটনের বাকি ৬৪০ রান এসেছে টেস্টে। যার ফলে এই বছর টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় তিনি আছেন চতুর্থ অবস্থানে। তালিকায় তার উপরে আছেন শুধু অস্ট্রেলিয়ার উসমান খাজা (৭৫১ রান) এবং ইংল্যান্ডের জনি বেয়ারেস্টো (৬৭১ রান) ও জো রুট (৬৬৮ রান)।