খেলা
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব-তামিম
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ২৫ জুন ২০২২, শনিবার, ২:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৬ অপরাহ্ন

টেস্ট সিরিজ খেলতে এখন ক্যারিবিয়ানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে আজ দেশের ইতিহাসে অন্যতম সেরা অর্জন পদ্মা সেতুর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া থেকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের বাড়ি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা মাগুরায়। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মানুষকে আর দুর্ভোগ পোহাতে হবে না। যাতায়াত, ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রেই এখন থেকে সুবিধা পাবেন তারা। অধিনায়ক সাকিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সব থেকে বড় অবদান।’
সাকিবের বিশ্বাস পদ্মার বুক চিড়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘এবং এটা পুরো বাঙালি জাতির স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই পূরণ হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা বিশাল বড় অর্জন। একটা সময় এমন ছিল, যখন আমরা সিউর ছিলাম না পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার ডেডিকেশনের কারণে, ওনার চেষ্টার কারণে আজ আমরা পদ্মা সেতু পেয়েছি।’
তামিম ধন্যবাদ জানান সেতু সংশ্লিষ্ট কর্মীদেরও। তিনি বলেন, ‘সঙ্গে অবশ্যই এটাও বলবো- যারা এই প্রজেক্টের সঙ্গে ইনভলবড ছিলেন। তাদেরও অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ওয়ার্কারস, যারা কাজ করেছেন। আপনারা যেটা করেছেন, বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার আর বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।’