বাংলারজমিন
কুশিয়ারার তীরে তীব্র হচ্ছে সংকট
ওয়েছ খছরু, সিলেট থেকে
২৫ জুন ২০২২, শনিবারওসমানীনগরের সুলতানপুর গ্রাম। দুর্গম এলাকা। হাওরের তীরের বিচ্ছিন্ন জনপদ। নৌ-পথ পাড়ি দিয়ে গতকাল দুপুরে সেখানে ত্রাণ নিয়ে পৌঁছলেন র্যাব সদস্যরা। ত্রাণের নৌকা দেখে ভিড় জমান কয়েকশ’ মানুষ। কেউ কেউ নৌকাযোগে আসেন ত্রাণ নিতে। আবার কেউ আসেন কোমর সমান পানি ডিঙিয়ে। ত্রাণ পেয়ে গ্রামের বৃদ্ধা রাহেলা বেগম জানালেন- ২০ দিন ধরে পানিবন্দি। ঘরের ভেতরে পানি। মাচান বেঁধে বসবাস করছেন।
বিজ্ঞাপন
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন থেকে সর্বাধিক পঠিত
৩