ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

মাঠে নামার আগে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক

(৩ বছর আগে) ২৪ জুন ২০২২, শুক্রবার, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৭ অপরাহ্ন

mzamin

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হারের পর আজ সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে  বাংলাদেশ সময় রাত ৮টায়।

কঠিন কন্ডিশনের ভালো করার আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘পেস বোলিংয়ে বেশি সমস্যা হচ্ছে কি না? যদি সবশেষ তিন টেস্ট দেখেন, এই কথা আপনি বলতেই পারেন। এর আগের দুই টেস্ট দেখলে বলবেন স্পিন। আসলে কঠিন কন্ডিশনে আমরা কখনও সেভাবে টিকে থাকতে পারিনি। এটা আমাদের জন্য আরেকটা সুযোগ, চ্যালেঞ্জও যে, কীভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি।’

প্রথম টেস্টে কোনো দলই তিনশ’ পেরোতে পারেনি। তবে অ্যান্টিগার তুলনায় সেন্ট লুসিয়ার উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হবে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রথম দিন থেকেই অ্যান্টিগার চেয়ে অনেক ভালো উইকেট হবে ব্যাটিংয়ের জন্য। পেস ও বাউন্স একটু থাকবে হয়তো। তবে তেমন একটা সাইডওয়েজ মুভমেন্ট থাকবে বলে আমার মনে হয় না।’

প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাকিব ও নুরুল হাসান সোহান প্রতিরোধ না গড়লে দ্বিতীয় ইনিংসেও অল্পতে অলআউট হওয়ার আশঙ্কা ছিল। সাকিব মনে করেন সেন্ট লুসিয়ার উইকেটে ব্যাট করা অতটা কঠিন হবে না, ‘স্কিডি, বাউন্সি পিচ যখন হয় তখন স্বাভাবিকভাবেই রানটা বেশি হয়। এবং খেলাটাও ফাস্ট হয়, তাড়াতাড়ি রান হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের পিচে হরাইজন্টাল শটগুলো বেশি কাজে লাগে। পেস ও বাউন্সের কথা যেটা বললাম আমি, সেটার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। কাল একটা নেট সেশন করেছি, আজ একটা হলে সবাই মোটামুটি মানিয়ে নিতে পারবে। আন্তর্জাতিক ক্রিকেটে নিউ জিল্যান্ড বা অন্যান্য দেশে এই ধরনের উইকেটই থাকে। আমাদের খেলোয়াড়রা যেহেতু সব জায়গায় খেলে এখন অভ্যস্ত তাই খুব একটা সমস্যা হওয়ার কথা না।’

তবে ম্যাচের প্রথম দুই ঘণ্টাকে খুব গুরুত্ব দিচ্ছেন সাকিব। তিনি বলেন, ‘আমরা গতকাল একটা ভালো ট্রেনিং সেশন পার করেছি। আজ লক্ষ্য থাকবে ভালোভাবে ট্রেনিং সেশন সম্পন্ন করে কাল ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি। আমরা কেবল মনোযোগ দিতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘন্টায়, সেটা আমরা ব্যাটিং করি আর বোলিং করি। তারপর থেকে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী আমাদের খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করবো।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status