বাংলারজমিন
সিট খালি নেই শিবচরের আবাসিক হোটেলে
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবার২৫শে জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্ম সেতু। তৈরি হচ্ছে মঞ্চ, জনসমাবেশ স্থল। আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে চারপাশ। এদিকে পদ্মা সেতুর উদ্বোধন জনসভাকে ঘিরে শিবচরের আবাসিক হোটেলগুলোতে কোনো সিট খালি নেই। জানা গেছে, গত সোমবার থেকে আগামী ২৫শে তারিখ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হোটেলগুলোর সিট বুকড করে রাখা হয়েছে। হোটেলে পুলিশ প্রশাসনের লোকজন থাকছে বলে জানা গেছে। শিবচর ও পাঁচ্চরে ৩-৪টি আবাসিক হোটেল রয়েছে। বছরের অধিকাংশ সময় হোটেলগুলোর রুম বেশির ভাগ খালি থাকে। তবে সেতু উদ্বোধনের জনসভাকে ঘিরে প্রত্যেকটি হোটেলের রুম আগে থেকেই ভাড়া নেয়া হয়ে গেছে। আগামী ২৫ তারিখ পর্যন্ত কোনো রুম খালি হচ্ছে না বলে হোটেল সূত্র জানিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর জনসভার নিউজ কাভার করতে ঢাকা থেকে যেসব সাংবাদিক শিবচর আসবেন তাদের থাকার জায়গা নিয়ে সংকট দেখা দিয়েছে। স্থানীয় একাধিক সাংবাদিক জানান, ‘খোঁজ নিতে এসে দেখি কোনো হোটেলেই রুম খালি নাই। ২০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রুমগুলো ভাড়া নেয়া হয়েছে।’ হোটেল আল মুকিম এর ম্যানেজার মো. রাসেল বলেন, ‘আমাদের হোটেলের সকল রুম বুকিং দেয়া আছে। ২৫ তারিখ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে রুমগুলো বুক করা হয়েছে।’ এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অন্যান্য আবাসিক হোটেলেও কোনো রুম খালি নেই।