বাংলারজমিন
সিংড়ার চৌগ্রামে রাস্তা সংস্কারে অনিয়ম, এলাকাবাসীর মানববন্ধন
নাটোর প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবার
নাটোরের সিংড়ায় চৌগ্রাম বাসস্ট্যান্ড থেকে নিমাকদমা বাজার পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে নিমাকদমা বাজারে ঠিকাদার ও ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে শত-শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে এলাকার বিশিষ্টজন আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়হান সরদার, আব্দুল বারিক, আবু বক্কর সিদ্দিক, গোলাম ফারুক সিরাজুল ইসলাম সুমন। এলজিইডি জানায়, সিংড়ার চৌগ্রাম বাসস্ট্যান্ড থেকে নিমাকদমা বাজার পর্যন্ত এই সাড়ে ৪ কিলোমিটার সংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭ লাখ টাকা। এ ব্যাপারে সিংড়া উপজেলার প্রকৌশলী হাসান আলী বলেন, চৌগ্রাম থেকে নিমাকদমা বাজার পর্যন্ত রাস্তার কাজের অনিয়ম হচ্ছে এমন অভিযোগ অনেকবার পেয়েছি। অভিযোগ যাচাই করে সত্যতা মিলেছে এজন্য ঠিকাদার যেন এই নিম্নমানের বিল প্রদান না করতে ওই ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে।