বাংলারজমিন
রূপগঞ্জে ৩২শ’ লিটার চোরাই ডিজেলসহ আটক ২
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৪ জুন ২০২২, শুক্রবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ির জ্বালানি চুরি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১১। এ সময় তাদের জিম্মায় থাকা ৩২৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ এসব তেল চুরির কাজে ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি জব্দ করেন তারা। গতকাল সকালে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। র্যাব-১১, সিপিএসসি’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, দীর্ঘদিন যাবৎ একটি তেল চুরির সিন্ডিকেট ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে তেলের ছোট দোকান সাজিয়ে বসেছে। তারা গাড়ির চালকদের জিম্মি করে গাড়ির জ্বালানি চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এমন খবরের ভিত্তিতে গতকাল সকালে তাদের একটি আভিযানিক দল বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এ সময় তেল চুরির সঙ্গে জড়িত দেলোয়ার হোসেন এবং সজীব নামে দু’জনকে আটক করে। পরে তাদের জিম্মায় থাকা ৩২৩০ লিটার চোরাই ডিজেল এবং এই চুরির কাছে ব্যবহারিত দুটি পিকআপ গাড়ি জব্দ করেন তারা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।