বাংলারজমিন
লাখাই’র বন্যাদুর্গত এলাকায় জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবারগত কয়েকদিনে অব্যাহত বানের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় পানিবন্দি পরিবার ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। গত বুধবার জেলা প্রশাসক ১শ’ ২০ জন বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেনÑ লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন জানান, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৫শ’ বন্যা দুর্গত মানুষ অবস্থান করছেন। বন্যা দুর্গতদের স্বাস্থ্য শিক্ষামূলক নির্দেশনা ছাড়াও ওষুধ সহ খাবার স্যালাইন নিয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা।