ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

আর্চারি বিশ্বকাপ

এলিমিনিশন রাউন্ডের দ্বিতীয় ধাপে রোমান-সাগররা

স্পোর্টস ডেস্ক

(৩ বছর আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ১১:৫৬ পূর্বাহ্ন

mzamin

ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে আর্চারি বিশ্বকাপ। প্রতিযোগিতাটির স্টেজ-৩ এ দারুণ শুরু পেয়েছেন বাংলাদেশের আর্চার। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে চার তীরন্দাজের ৩ জনই পেরিয়েছেন এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ।

বুধবার বিশ্বকাপের ২য় দিনে সেরা ৩২-এর লড়াইয়ে জায়গা করে নেন রোমান, রুবেল ও সাগর ইসলাম। ১/৬৪-এর ধাপ পার হতে পারেননি আব্দুর রহমান আলিফ।
রোমান দক্ষিণ আফ্রিকান প্রতিযোগী রু ভিয়ানকে ৬-০ সেটে হারান। সাগর পুয়ের্তো রিকোর মুনোস আদ্রিয়ানকে ৬-৪ সেটে হারান।

স্লোভেনিয়ান আর্চার আর্নেস লুকাকে ৬-৪ সেটে হারান রুবেল। সুইডেনের খুয়াবারি কাইয়ের বিপক্ষে ৬-৪ সেটে হেরে বাদ পড়েন আলিফ।

এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২০ এর মধ্যে ৬৭০ স্কোর করে ১২২ জনের মধ্যে ২৫তম হন রোমান। সাগর ৬৫৯ স্কোর করে ৪৮তম, রুবেল ৬৫৮ স্কোর করে ৫২তম এবং আলিফ ৬৫২ স্কোর করে ৬৬তম র‌্যাংকিং অর্জন করেন।

মেয়েদের বিভাগে দিয়া সিদ্দিকী ৭২০ এর মধ্যে ৬৩২ স্কোর করে ৮১ জনের মধ্যে ৪৩তম হন। নাসরিন আক্তার ৬০৭ স্কোর করে ৬৭তম এবং ফামিদা সুলতানা নিশা ৫৮৭ স্কোর করে ৭৬তম র‌্যাংকিং অর্জন করেন।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ২৮ দলের মধ্যে বাংলাদেশ ১৯৮৭ স্কোর করে ১৪তম র‌্যাংকিং অর্জন করে। বাংলাদেশের হয়ে খেলেন রোমান, সাগর ও রুবেল।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ১৩০২ স্কোর করে ২৮টি দলের মধ্যে ১৪তম র‌্যাঙ্কিং অর্জন করে বাংলাদেশ।

তবে ভালো করতে পারেনি মেয়েদের দল। ১৮২৮ স্কোর করে ১৯ দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সর্বশেষ স্থান অর্জন করে দিয়া, নাসরিন ও নিশারা। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status