বাংলারজমিন
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবক নিহত
স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারটঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টার দিকে চেরাগ আলী সুরতরঙ্গ রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের মাতম চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুরতরঙ্গ রোডের একটি দোকানের ২০ ফুট লম্বা সাইনবোর্ড নামানোর সময় পাশে থাকা বিদ্যুতের লাইনে অসতর্কতাবশত স্পর্শ লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলহাস (২৫) ও সায়েম (২৫) ছাদ থেকে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল (টঙ্গী সরকারি হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জুলহাস ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বিলবাদরা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সায়েম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার এসআই শুভ মণ্ডল। এসআই শুভ জানান, সুরতরঙ্গ রোডের মাথায় একটি দোকানের বিলবোর্ড নামাতে গিয়ে দুজন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।