বাংলারজমিন
শ্রীমঙ্গলে ট্রেনে কাটা যুবকের মৃতদেহ উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবক নিহত হয়েছেন। পরে লাশ উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি পুলিশ। নিহত ওই যুবকের নাম পাপ্পু বৈদ্য (২৫)। সে শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর গ্রামের বিশু বৈদ্যর ছেলে।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ভাড়াউড়া চা বাগানের রেল লাইনের টার্নিং পয়েন্ট এলাকার ঢাকা-সিলেট রেলসড়ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানা মৃতদেহটি উদ্ধার করে লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে অবহিত করে। পরে পিবিআই ক্রাইমসিন টিম এসে তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় নিশ্চিত করে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে জিআরপি পুলিশ। তবে যুবকটি কি কারণে ট্রেনে কাটা পড়লো তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।