খেলা
মাহমুদুল্লাহরা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন কাল
স্পোর্টস রিপোর্টার
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
ওমান-দুবাইয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার ক্ষত এখনো শুকায়নি। দলের এই ব্যর্থতার পর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্ব হারাচ্ছেন এমনটাই জোর গুঞ্জন ছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে দিয়েছে আরেকটি সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তার কাঁধেই। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪শে জুন আর তা শেষ হলেই ২রা জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মিশন। এরই মধ্যে অধিনায়ক মাহমুদুল্লাহ নিরবেই সেরে নিয়েছেন তার প্রস্তুতি। প্রায় প্রতিদিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং করে কাটিয়েছেন লম্বা সময়। কাল মাহমুদুল্লাহর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও মুমিন শাহরিয়ার। বিসিবি সূত্রে জানা গেছে তাদের ফ্লাইট ২৪শে জুন সকাল ৮টায়। একই দিনে দেশ ছাড়ছেন ওয়ানডে দলের সদস্য তাসকিন আহমেদও।
পাঠকের মতামত
fruitless and totally disgusting performance. He should retire. Once he had mettle. Try new entries