ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

অশ্বিন হোল্ডারকে টপকে সিংহাসনের কাছে সাকিব

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সিংহাসন পুনরুদ্ধারের পথে বড় লাফ দিলেন সাকিব আল হাসান। টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সাকিব আল হাসানের অবস্থান দ্বিতীয়। তার চেয়ে এগিয়ে কেবল ভারতের রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টের পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে এই উন্নতি সাকিবের। অ্যান্টিগায় ওই ম্যাচে দুই ইনিংসে ৫১ ও ৬৩ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক, উইকেট নেন একটি। তাতে আইসিসি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে পেছনে ফেলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। জাদেজাকে পেছনে ফেলতে হলে আসন্ন সেন্ট লুসিয়া টেস্টে অসাধারণ কিছু করতে হবে সাকিবকে। কারণ পয়েন্টে জাদেজা এখনও বেশ কিছুটা এগিয়ে। সাকিবের রেটিং পয়েন্ট এখন ৩৪৬ এবং জাদেজার ৩৮৫। ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অশ্বিন, ৩২৯ পয়েন্ট নিয়ে চারে হোল্ডার, ৩০৭ পয়েন্ট নিয়ে পাঁচে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

বিজ্ঞাপন
বাংলাদেশ-উন্ডিজের চলমান সিরিজে হোল্ডার আছেন বিশ্রামে। ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন সাকিব। এরপর ছিল তারই রাজত্ব। 

তবে চোট-নিষেধাজ্ঞা-ছুটি মিলিয়ে গত কয়েক বছরে টেস্ট কম খেলায় র‌্যাঙ্কিংয়েও পেছনে পড়ে যান অনেকটা। অ্যান্টিগায় দুই ইনিংসে ফিফটি করে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাকিব এগিয়েছেন ১৪ ধাপ। এখন তার অবস্থান ৩২তম। ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান আগের মতোই লিটন কুমার দাসের। অ্যান্টিগায় ভালো করতে না পারলেও দ্বাদশ স্থানে রয়ে গেছেন বাংলাদেশের স্টাইলিশ এই ব্যাটসম্যান। এক ধাপ নেমে ১৭ নম্বরে অবস্থান করছেন এই সফর থেকে ছুটি পাওয়া মুশফিকুর রহীম । এই টেস্টে দুই ইনিংসেই ভালো শুরুর পর আউট হয়ে যাওয়া তামিম ইকবাল দুই ধাপ নেমে এখন আছেন ৩৬ নম্বরে। দুই ইনিংসে ব্যর্থ মুমিনুল হকের অবনতি হয়েছে ৭ ধাপ। এক সময় র‌্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে থাকা ব্যাটম্যানের এখনকার অবস্থান ৭৩। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট প্রথম ইনিংসে ৯৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে। ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে আগের সপ্তাহের মতোই এক নম্বরে আছেন জো রুট। 

বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে অ্যান্টিগায় ম্যান অব দা ম্যাচ হওয়া কেমার রোচ র‌্যাঙ্কিংয়েও পেয়েছেন পুরস্কার। এই টেস্টে ৭ উইকেট নেয়া ক্যারিবীয় পেসার দুই বছরের বেশি সময় পর ফিরেছেন বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে। চার ধাপ এগিয়ে এখন তিনি আছেন আটে। এই টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারি মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৬ ধাপ। বাংলাদেশের অফ স্পিনার এখন আছেন ত্রিশ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান এই টেস্টে সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের (২৬)। সাকিব আছেন আগের জায়গাতেই (২৮)। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status