বাংলারজমিন
বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
নতুন কোনো কর আরোপ ছাড়াই নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১০ লাখ ৯১ হাজার ৭৫৩ হাজার টাকা উদ্বৃত্ত রেখে ২১ কোটি ৯৮ লাখ ১৩ হাজার ৪৫৩ টাকার বাজেট পেশ করা হয়। গতকাল বুধবার সকালে পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম ও অন্যদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেটের অর্থ বরাদ্দে নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে একটি আধুনিক ডিজিটাল পৌর শহর গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।