বাংলারজমিন
গাজীপুর সিটির উন্নয়ন সভায় জাইকা প্রতিনিধিদল
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
জাইকা’র অর্থায়নে গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগর ভবন সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইউহো হায়াকাওয়া, চিফ রিপ্রেজেন্টেটিভ অব জাইকা, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম সফিউল আজম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জিসিসি, হিরোকি ওয়াতানাবে, রিপ্রেজেন্টেটিভ অব জাইকা বাংলাদেশ, মিজ সানজিদা হক, সিটি গভরন্যান্স প্রজেক্ট। সভায় আরও উপস্থিত ছিলেন সচিব আব্দুল হান্নান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সহ কাউন্সিলরবৃন্দ ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ। জাইকা’র অর্থায়নে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তা ও ড্রেনসমূহ জাইকা’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সরজমিন পরিদর্শন করেন। রেলক্রসিংয়ের উপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ প্রসঙ্গে সংশ্লিষ্ট কাজের জন্য সাইট পরিদর্শন করেন। জাপানি প্রতিনিধিদল জয়দেবপুর রেলস্টেশন হয়ে শিববাড়ী পর্যন্ত সাইট পরিদর্শন করে।