বাংলারজমিন
শাহজাদপুরে গরুর শিংয়ের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৯ ডিসেম্বর ২০২৩, শনিবারসিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর বাইসাইকেলের পেছনে উঠে পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার সময় ষাঁড়ের আক্রমণে মাথায় গুরুতর আঘাত পেয়ে মো. ছেকাই (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বগুড়া শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জানা যায়, বুধবার সকালের দিকে উপজেলার গালা ইউনিয়নের হাটবায়রা গ্রামে একটি ষাঁড় সাইকেলে ধাক্কা দিলে মো. ছেকাই সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। মো. ছেকাই উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। বগুড়া শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত ছেকাইয়ের স্বজনদের বরাত দিয়ে ইউপি সদস্য মো. মুসা এ তথ্য নিশ্চিত করেন। মো. ছেকাইয়ের সঙ্গে থাকা সাইকেল চালক শাহজাহান বলেন, আমরা দু’জন বুধবার সকালে বড়ধুনাইল গ্রাম থেকে পার্শ্ববর্তী কাশিপুর গ্রামে যাচ্ছিলাম। হাটবায়রা গ্রামের মো. শওকতের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি ষাঁড় সাইকেলের সামনে আঘাত করলে পেছনে থাকা মো. ছেকাই পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়।