ঢাকা, ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নবীগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী কমিটি নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার

নবীগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মুশফিক হোসেন চৌধুরীকে বিজয়ী করার নিমিত্তে গঠিত কমিটি বুধবার রাত ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতিগোবিন্দ দাশ। এতে বিএনপি থেকে যোগদান করা কয়েকজনের সংযুক্তি ছাড়াও সিনিয়র নেতৃবৃন্দের ক্রমানুসার নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তীব্র ক্ষোভের ১ ঘণ্টার মধ্যে আপলোড ডিলিট করেন গতিগোবিন্দ দাশ। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থীর উপস্থিতিতে নির্বাচন পরিচলনায় ৬ সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচনী এলাকার প্রার্থী ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্দেশনার বিপরীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ দাশ কর্তৃক কথিত একটি কমিটি ফেসবুকে আপলোড দিয়ে বিতর্ক ও দলের পরীক্ষিত অনেক নেতাকর্মী এবং আওয়ামী লীগ কর্তৃক মনোনীত অনেক জনপ্রতিনিধিকে অবজ্ঞা করেন। ঘোষিত কমিটিতে স্থানীয় এমপিসহ সিনিয়র নেতাদের ক্রমানুসার নিয়েও ক্ষোভের সঞ্চালন হয়েছে। এর প্রেক্ষিতে ঘোষিত ওই কমিটি বাতিল মর্মে ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ। এ খবর নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন। তিনি বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্দেশনার ভিত্তিতে নির্বাচন পরিচলনায় গতিশীল কমিটি গঠন করা হবে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল জাহান চৌধুরী বলেন, মনগড়া কমিটিতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে। স্থানীয় পর্যায়ে বর্তমান ও সাবেক নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি সিনিয়রদের ক্রমানুসারে পরিচলানা কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। এ নিয়ে সাধারণ সম্পাদক এডভোকেট গতিগোবিন্দ দাশ বলেন, ফেসবুকে আপলোড দেয়া কমিটি বিলুপ্ত করে আলোচনার ভিত্তিতে শিগগিরই একটি কমিটি গঠিত হবে। গঠিত কমিটি পদমর্যাদার ভিত্তিতেই হবে। সার্বিক বিষয়ে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে ঘোষিত ৬ সদস্যের সমন্বয়ে পরিচালনা কমিটিতে সহযোগী সংগঠনের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের নির্বাচিত বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তি প্রয়োজন। পরিচালনা কমিটি ছাড়াও দলের সকল স্তরের নেতাকর্মীর সমন্বিত অংশগ্রহণ জরুরি। নির্বাচনী এলাকায় দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status