খেলা
স্কালোনি বললেন তাপিয়ার সঙ্গে তার কোনো বিরোধ নেই
স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৩, শনিবারমারাকানায় ব্রাজিলকে হারিয়ে বোমা ফাটান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইঙ্গিত দেন আলবিসেলেস্তেদের দায়িত্ব ছাড়ার। জানান, ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান তিনি। স্কালোনির ভাবনা শেষ হয়নি। আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন কি না, এখনো চিন্তা করছেন বিশ্বকাপজয়ী কোচ। একইসঙ্গে স্কালোনি বলেন, আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কোনো বিরোধ নেই তার। গত ২২শে নভেম্বর মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচের পর আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের চেয়ার ছাড়ার ইঙ্গিত দেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টসের খবর, ম্যাচের পর সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সঙ্গে শেষবারের মতো ফটোসেশনও সারেন স্কালোনি। গতকাল ভোরে মায়ামিতে ২০২৪ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কালোনি বলেন, ‘কোচের দায়িত্বে আছি বলেই এখানে এসেছি। ব্রাজিল ম্যাচের পর বলেছিলাম, এখন আমার ভাবার সময়। আমি এখনো সে জায়গাতেই আছি। এতদিন কী অর্জন করেছি আর সামনে কী কী আছে এবং কী করতে হবে, এসবই ভাবতে হবে।’ স্কালোনি বলেন, ‘খেলোয়াড়েরা ভালো করছে, দল খুবই ভালো খেলছে। তাদের এমন একজন কোচ দরকার, যার বড় আকাঙ্ক্ষা আছে, কর্মশক্তি আছে। আমি আগের মতো আবারো বলছি, তাদের নিজেদের মানের কোচ দরকার। আমার আগেও ভাবার ছিল, এখনো ভাবার আছে। আমি ভাবছি।’ আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার কারণ এবারও স্পষ্ট করেননি স্কালোনি। তার ভাষ্য, খেলোয়াড়দের মানের কোচের দায়িত্ব নেয়া উচিত আর্জেন্টিনার। এরইমধ্যে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কোচ স্কালোনির দ্বন্দ্বের কথা প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। গুঞ্জন রয়েছে এএফএ প্রধান ক্লদিও তাপিয়ার সঙ্গেও স্কালোনির বিরোধের কথা। মেসিকে নিয়ে কিছু না বললেও তাপিয়াকে নিয়ে মুখ খুলেছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমার সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক সবসময়ই ঠিকঠাক ছিল। দুজনের মধ্যে কোনো সমস্যা নেই। ব্যাপারটা আসলে এর বাইরে। ভবিষ্যত নিয়ে ভাবার সিদ্ধান্তটা একান্তই আমার এবং কোচিং স্টাফদের। ভাবনাটা জাতীয় দলের জন্য, দলের ভালো আমরা সবসময়ই ভাবি।’ স্কালোনি বলেন, ‘কোচ পদটা যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে এখানে ভালো কিছুই করতে হবে। এমন একজনকে দায়িত্ব দিতে হবে, যার কর্মশক্তি আছে এবং শতভাগ মনোযোগী। মারাকানার ম্যাচের পর মেসির সঙ্গে কথা বলেছি। সে অধিনায়ক, তার সঙ্গে আবারও কথা বলব। আজ এখানে প্রেসিডেন্টের সঙ্গেও কথা হয়েছে।’