খেলা
স্কোরকার্ডে পাকিস্তানের নাম বিকৃতি, ক্ষমা চাইলো অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৬:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ অপরাহ্ন

তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ায় ‘ট্যুর ম্যাচ’ খেলে প্রস্তুতি সারছে পাকিস্তান ক্রিকেট জাতীয় দল। সেই ম্যাচে অনাকাক্সিক্ষত এক অভিজ্ঞতা হলো গ্রিন ক্যাপদের। স্কোরকার্ডে লেখা হলো পাকিস্তানের ‘বিকৃত’ নাম। আর নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বুধবার ক্যানবেরার ম্যানুকা ওভালে শুরু হয় পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার্স একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদ। আর ইনিংস শুরু হওয়ার পরই বড় ভুল ধরা পড়ে। ক্রিকেটের টিভি সম্প্রচারে স্কোরকার্ডে পাকিস্তানের নাম সংক্ষিপ্ত করে ‘পিএকে’ বা ‘পাক’ লেখা হয়। তবে ফক্স স্পোর্টসের সরাসরি সম্প্রচারিত ট্যুর ম্যাচের স্কোরকার্ডে শুরুতে ‘পিএকেআই’ (পাকি) লেখা হয়। ইউরোপের দেশগুলোতে বর্ণবৈষম্য করার জন্য পাকিস্তানিদের সাধারণত এই নামে ডাকা হয়ে থাকে। শুধু পাকিস্তান নয়, ভারতীয় উপমহাদেশ থেকে যাওয়া অভিবাসী এবং বংশোদ্ভূত মানুষদের গালি দিতেও ব্যবহার করা হয়ে থাকে ‘পাকি’ শব্দটি। এমনকি অক্সফোর্ড ডিকশনারিতেও এ শব্দকে ‘অফেন্সিভ’ বা ‘আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করা আছে।
অস্ট্রেলিয়ার এক সাংবাদিক স্কোরবোর্ডে করা ভুলটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার কিছুক্ষণ পরই সেটি ঠিক করে ‘পাক’ লিখে দেয় সিএ। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, ‘তথ্য দেয়ার সময় গ্রাফিক্সের সমস্যায় ভুল নাম দেখানো হচ্ছিল। কেউ ইচ্ছা করে সেটা করেনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেয়া হয়েছে। তবে এই ধরনের ভুল হওয়া ঠিক নয়। আমরা ক্ষমাপ্রার্থী।’
প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১৪ই ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের বাকি দুই ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৬শে ডিসেম্বর এবং ৩রা জানুয়ারি।