খেলা
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ৬ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন
বিশ্বকাপে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। আঙুলের চোট গুরুতর হওয়ায় মাঠের বাইরে রয়েছেন টাইগার অধিনায়ক। আর উন্নত চিকিৎসার জন্য আজ রাতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক (বিসিবি) দেবাশীষ চোধুরী।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবিন লীগ পর্বে নিজেদের নবম এবং শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। বাঁ হাতের তর্জনীর হাড়ে চিড় ধরায় সেই ম্যাচটি খেলতে পারেননি সাকিব আল হাসান। এমনকি চলমান নিউজিল্যান্ড সিরিজেও নেই বিশ্বসেরা অলরাউন্ডার। ইনজুরির কারণে খেলতে না পারলেও জাতীয় নির্বাচনে বেশ ব্যস্ত মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রাপ্ত সাকিব। নির্বাচনী ব্যস্ততার মধ্যেই যুক্তরাষ্ট্রে উড়ে যাচ্ছেন তিনি।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, মঙ্গলবারই মাগুরা থেকে ঢাকায় আসেন সাকিব। আর আজ রাতে উড়ে যাবেন যুক্তরাষ্ট্রে। আঙুলের চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল সাকিবের। পরে জানা যায়, সিঙ্গাপুর নয় সাকিব যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।
বিশ্বকাপে পাওয়া চোট সারিয়ে উঠতে ৪-৬ সপ্তাহ সময় প্রয়োজন সাকিবের। এর মধ্যে চার সপ্তাহ পেরিয়ে গেছে। অর্থাৎ, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারেন সাকিব। ধারণা করা হচ্ছে, জাতীয় নির্বাচনের পর ২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আসন্ন ৭ই জানুয়ারির নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন সাকিব আল হাসান। চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ১৮ই ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।
সে একজন অর্থলোভী! অর্থের জন্য জুয়া'র বিজ্ঞাপনে মডেল হতেও সংকোচবোধ করেন না। ইতিমধ্যে তার নৈতিকতা প্রশ্নবিদ্ধ! রাজনীতি র'তে ভর্তি না হয়ে রাজনীতির চুড়ান্ত সুফল (এমপি) ভোগ করার ইচ্ছা পোষণ করাও একপ্রকার স্বার্থপরতা।
দেশের পয়সা বিদেশে নিচ্ছে,,, তিনিও করবেন জনগণের সেবা
স্বার্থপর
এটা গ্রীন কার্ড টাইমিং ব্যাপার-স্যাপার আরকি।সারাজীবন দেখলাম সিংগাপুর এবার ইউ এস এ ! !
He is a very selfish person. He wont possess values expect money mockery.
সাকিব আল হাসানের কি দ্বৈত নাগরিকত্ব আছে
সাকিবের কাছে ক্রিকেট আর দেশের তুলনায় আমেরিকায় থাকা পছন্দের। শুধু অর্থ উপার্জনের নেশায় ক্রিকেট আর দেশের রাজনীতিকে কলুষিত করছেন। সে আবার আমাদের দেশের সংসদ সদস্য হয়ে দেশ আর নিজ এলাকার জন্য কিভাবে অবদান রাখবে?