ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পীরগঞ্জে জমি রেজিস্ট্রি না দেয়ায় চাচা-চাচিকে পেটালেন ভাতিজা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি রেজিস্ট্র্রি না দেয়ায় আপন চাচা ও চাচিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত রোববার দুপুরে উপজেলার মোহাম্মদপুর খট্‌শিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের মোহাম্মদপুর খট্‌শিঙ্গা গ্রামের মৃত ফয়েজ মোহাম্মদের ছেলে মাইনাত আলী ১৯৭৭ সালে দুই বিঘা সরকারি খাস জমি নিজের নামে সরকারের কাছ থেকে পত্তন নেন। পরে সেই জমি চাষাবাদের জন্য তিনি তার অন্যান্য তিন ভাইকে সমান ভাগে ভাগ করে দেন। তারা দীর্ঘদিন ধরে ভাগের জমি চাষাবাদ করে নিজেদের দখলে রেখেছেন। কিছুদিন ধরে ওই জমি নিজেদের নামে রেজিস্ট্রি নেয়ার জন্য চাচা মাইনাত আলীকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভাতিজা মোহাম্মদ এরশাদ আলী। কিন্তু মাইনাত আলী তাদেরকে জমি রেজিস্ট্রি দেননি। গত রোববার দুপুরে মাইনাত নিজের ভাগের জমিতে সেচ দিতে গেলে এতে বাধা দেন বড় ভাই সিরাজ উদ্দীন। পরে তার ছেলে এরশাদের নেতৃত্বে শরিফুল, মুসলিম, সিরাজসহ তার পরিবারের অন্যান্য লোকজন মাইনাত আলীকে মারপিট শুরু করে। এ সময় তার স্ত্রী ফিরোজা বেগম তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তারা আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন রয়েছেন। 
এ বিষয়ে এরশাদ বলেন, আমার চাচা আমাদেরকে জমি রেজিস্ট্রি দেয়ার কথা বলে অনেক দিন ধরে ঘুরাচ্ছে। আমি স্কুলের কাজ করছিলাম। সে সময় গণ্ডগোলের কথা শুনে ঘটনাস্থলে যাই এবং আরেফিনের হাতে থাকা একটি কোদাল ছিনিয়ে নিয়ে ফেলে দেই। তবে আমি কাউকে মারপিট করিনি। পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট/ শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

উপদেষ্টা মাহফুজকে ক্ষমা চাওয়ার দাবি/ সিলেটে ‘তাওহিদী জনতাবন্ধন’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status