বাংলারজমিন
পীরগঞ্জে জমি রেজিস্ট্রি না দেয়ায় চাচা-চাচিকে পেটালেন ভাতিজা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবারঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি রেজিস্ট্র্রি না দেয়ায় আপন চাচা ও চাচিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত রোববার দুপুরে উপজেলার মোহাম্মদপুর খট্শিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের মোহাম্মদপুর খট্শিঙ্গা গ্রামের মৃত ফয়েজ মোহাম্মদের ছেলে মাইনাত আলী ১৯৭৭ সালে দুই বিঘা সরকারি খাস জমি নিজের নামে সরকারের কাছ থেকে পত্তন নেন। পরে সেই জমি চাষাবাদের জন্য তিনি তার অন্যান্য তিন ভাইকে সমান ভাগে ভাগ করে দেন। তারা দীর্ঘদিন ধরে ভাগের জমি চাষাবাদ করে নিজেদের দখলে রেখেছেন। কিছুদিন ধরে ওই জমি নিজেদের নামে রেজিস্ট্রি নেয়ার জন্য চাচা মাইনাত আলীকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভাতিজা মোহাম্মদ এরশাদ আলী। কিন্তু মাইনাত আলী তাদেরকে জমি রেজিস্ট্রি দেননি। গত রোববার দুপুরে মাইনাত নিজের ভাগের জমিতে সেচ দিতে গেলে এতে বাধা দেন বড় ভাই সিরাজ উদ্দীন। পরে তার ছেলে এরশাদের নেতৃত্বে শরিফুল, মুসলিম, সিরাজসহ তার পরিবারের অন্যান্য লোকজন মাইনাত আলীকে মারপিট শুরু করে। এ সময় তার স্ত্রী ফিরোজা বেগম তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তারা আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে এরশাদ বলেন, আমার চাচা আমাদেরকে জমি রেজিস্ট্রি দেয়ার কথা বলে অনেক দিন ধরে ঘুরাচ্ছে। আমি স্কুলের কাজ করছিলাম। সে সময় গণ্ডগোলের কথা শুনে ঘটনাস্থলে যাই এবং আরেফিনের হাতে থাকা একটি কোদাল ছিনিয়ে নিয়ে ফেলে দেই। তবে আমি কাউকে মারপিট করিনি। পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।