বাংলারজমিন
বান্দরবানে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত
বান্দরবান প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবারবান্দরবানে ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) এর উদ্যোগে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক উৎসব ও মারমা লোকনাট্য ‘কঃকানু’ পাংখুং মঞ্চায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমীডলু পাড়া এলাকায় এ লোকসাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় চেমীডলু পাড়ার হেডম্যান পুলু প্রু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। অন্যদের মধ্যে বান্দরবান ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউট বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো, কেএসআই’র পরিচালক মংনুচিং, কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মাসহ মারমা শিল্পীগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেখানে স্থানীয় মারমা শিল্পীদের পরিবেশনায় ঐহিত্যবাহী বাঁশ নৃত্য, পিঠা মেলা, লোকনৃত্য, প্রি বাদন লোকসংগীত কাপ্যা, মারমা লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূলত পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ঐহিত্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আয়োজন এই মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান। ভবিষ্যতে পাহাড়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করে যাবে জানান কেএসআই’র পরিচালক মংনুচিং।