খেলা
আইসিসি’র নিয়ম ভেঙেও শাস্তি পাননি ফিলিপস
স্পোর্টস রিপোর্টার
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবারবলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এক বছর আগে। আইসিসির নতুন এই নিয়ম ভাঙলে শাস্তির বিধান রয়েছে। তবে সিলেট টেস্টে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস বলে লালা ব্যবহার করেও কোনো শাস্তি পাননি। গতকাল সিলেট টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ড অলআউট হলে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের ব্যাটিংয়ের ৩৪তম ওভারের ঘটনা। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস সেই ওভারের তৃতীয় বল করার আগে বলে লালা ব্যবহার করেন। একাধিকবার এই কাজ করেন অলরাউন্ডার ফিলিপস।
ক্রিকেটের আইনবিধির ৪৩.১ ধারা অনুযায়ী, ক্রিকেট বলে লালা ব্যবহার করা নিষিদ্ধ। গত বছরের ১লা অক্টোবর থেকে এই আইন কার্যকর করে আইসিসি। আম্পায়ার চাইলে শাস্তি হিসেবে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করতে পারে। এছাড়া আম্পায়ার বল পাল্টে ফেলতে পারেন। সিলেট টেস্টের মাঠের দুই আম্পায়ার আহসান রাজা এবং পল রাইফেল বলে লালা ব্যবহার করায় নিউজিল্যান্ড দলকে কোনো শাস্তি দেননি। এর আগে ২০২২ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের ওয়ানডে ম্যাচে বলে লালা ব্যবহার করেন আমিরাতের বোলার আলিশান শারাফু। শাস্তি হিসেবে নেপালের স্কোরে ৫ রান যোগ করা হয়েছিল। করোনা মহামারির মধ্যে ক্রিকেট শুরু হলে ‘নো-সালিভা’ বা লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আনে আইসিসি। ২০২২ সালের অক্টোবরে সেটা স্থায়ী নিয়ম হিসেবেই কার্যকর করা হয়। বলের গতি বাড়াতে খেলোয়াড়রা সাধারণত লালা এবং ঘাম দিয়ে বলের একপাশ উজ্জ্বল করার প্রথাগত পদ্ধতি ব্যবহার করে থাকে।