বাংলারজমিন
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
কুমিল্লা সদর দক্ষিণে পাশাপাশি দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কোটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে কোটবাড়ি এলাকার আইরিস হিল হোটেলের সামনে ৩টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, মহাসড়কের পাশে ২০-২৫টি বাস দাঁড়িয়ে ছিল। ৩টি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় একটি মামলা হবে।