বাংলারজমিন
দাগনভূঞায় কারাবন্দি বিএনপি সভাপতির বাড়িতে ককটেল হামলা, প্রাইভেটকারে আগুন
ফেনী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, বুধবারফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপি’র সভাপতি ও দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেনের বাড়ির গ্যারেজে থাকা প্রাইভোটকার আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে উপজেলার আলাইয়ারপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহীনা আকবর বলেন, আকবরের সাদা রঙের মিতসুবিশি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৯৬৪৮) আলাইয়ারপুরে তার বাড়ির মূল ঘরের পেছনে একটি দেওয়াল ঘেরা টিনশেড ঘরে রাখা ছিল। গভীররাতে সন্ত্রাসীরা জয় বাংলা স্লোগান দিয়ে ৩-৪টি ককটেল ফাটিয়ে প্রথমে আতঙ্ক ছড়ায়। পরে তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে স্টাফ থাকার ঘর ভাঙচুর করে। একপর্যায়ে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফেনী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভালেও গাড়িটি ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনার জন্য সরকারি দলের লোকজনকে দায়ী করেছেন শাহীনা আকবর।