বাংলারজমিন
চরফ্যাশনে বিএনপি করার অপরাধে বাবা ছেলেকে নির্যাতন, মুক্তিপণে মুক্তি
ভোলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, বুধবারভোলার চরফ্যাশনে বিএনপি করার অপরাধে দোকান থেকে অপহরণ করে নিয়ে রাস্তায় ফেলে বাবা-ছেলেকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে এক লাখ টাকা চাঁদা এবং একটি দামি মোবাইল ফোন নিয়ে মুক্তি দেন তারা। ভুক্তভোগী ইউসুফ মাতব্বর ও ইমতিয়াজ বাপ্পী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের শিবা চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। তারা হলেন- উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শিবা গ্রামের মৃত মুজাম্মেল হক মাতব্বরের ছেলে ইউসুফ মাতব্বর ও তার ছেলে ইমতিয়াজ বাপ্পী। ইউসুফ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ও ইমতিয়াজ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তারা জানান, ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগ নেতা বেলায়েত হোসেন তোতা, আজাদ পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি সিহাব খন্দকার ও সাধারণ সম্পাদক নেয়ামুলসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর করে তুলে নিয়ে যায়। পরে সড়কে ফেলে লোহার রড, কাঠ দিয়ে নির্মমভাবে মারধর করে। মারধরের পর সেখান থেকে মোটরসাইকেলে তুলে বসতুল্লাহ চৌমুহনী নিয়ে এক ঘণ্টা আটকিয়ে রাখে। এরপর এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে পুলিশে দেয়ার হুমকি দেয়। পরে নগদ এক লাখ টাকা ও একটি দামি মোবাইল দিলে তাদেরকে ছেড়ে দেয়। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তবে এ ঘটনায় আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবলীগ নেতা তোতা, আজাদ, কামরুল ইসলাম ও ছাত্রলীগ সভাপতি সিহাব খন্দকার ও সাধারণ সম্পাদক নেয়ামুল বলেন, তাদের অভিযোগ মিথ্যা। আমাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে নাই। চরফ্যাশন থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে এ ঘটনা নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।