ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রাজশাহীতে নির্বাচন কমিশনার রাশেদা

ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২৯ নভেম্বর ২০২৩, বুধবারmzamin

রাজশাহীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রিটার্নিং অফিসার, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের। তবে আচরণবিধি কেউ ভঙ্গ করলে অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নেবো। বিএনপি নির্বাচনে আসতে চাইলে মার্জিন সময়ের মধ্যে আসতে হবে। তাহলে শিডিউল পরিবর্তন করা যাবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চায় নির্বাচন কমিশন। রাজশাহী অঞ্চলের আইনশঙ্খলা বাহিনীর সদস্যরাও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমাদের আশ্বস্ত করেছেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইবনাবগঞ্জের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার পরে সাংবাদিকেদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে আমরা বিভিন্ন দিকনিদের্শনা দিয়েছি। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর।’ এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবির, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বড়ুয়া ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status