বাংলারজমিন
দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক এমপি’র স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৯ নভেম্বর ২০২৩, বুধবার
নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক এমপি এডভোকেট মো. সোহ্রাব উদ্দিন। কিন্তু এ আসনে প্রার্থী করা হয়েছে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দকে। এ পরিস্থিতিতে ব্যাপক শোডাউনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সোহ্রাব উদ্দিন। গতকাল দুপুরে তিনি কয়েক হাজার মোটরসাইকেলসহ এ আসনের দুই উপজেলায় শোডাউন করেছেন। এর আগে ঢাকা থেকে বেলা ১২টার দিকে উপজেলার সীমান্ত এলাকা থানাঘাটে পৌঁছালে তাকে হাজারো নেতাকর্মী ও সমর্থক ফুল দিয়ে বরণ করে নেন। সেখানে তিনি বক্তব্য রাখেন এবং নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন এ এলাকায় আওয়ামী লীগের জন্য কাজ করেছি, নৌকার পক্ষে কাজ করেছি। নেত্রী ঘোষণা দিয়েছেন, যারা নির্বাচন করতে ইচ্ছুক, তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবে। এরপর আমি স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে বিগত দিনের উন্নয়ন বঞ্চনা দূর করে আগামী দিনে ফের উন্নয়নের ধারায় নিয়ে যেতে আমি কাজ করতে চাই।