বাংলারজমিন
নির্বাচনে কারচুপি হলে দেশ অচল করে দেয়া হবে: মোস্তফা
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৯ নভেম্বর ২০২৩, বুধবারজাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে নির্বাচিত করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রংপুরবাসী। দলের কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গতকাল তিনি রংপুরে এলে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনসহ বিভিন্ন পেশাজীবীর মানুষজন একে একে শুভেচ্ছা জানান তাকে। আগামী নির্বাচন কতোটুকু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন প্রশ্নের জবাবে মোস্তফা মানবজমিনকে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের কারচুপি হলে রংপুর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দেশকে অচল করে দেয়া হবে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে আসার আহ্বান করেছে নির্বাচন কমিশন। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমরা অংশগ্রহণ করছি। মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন, আমাকে দলের প্রেসিডিয়াম সদস্য থেকে কো-চেয়ারম্যান করা হয়েছে। আমি সুস্পষ্ট কথা বলতে পছন্দ করি। এ কারণে অনেকে খুশি নাও হতে পারে। আমি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে ছিলাম। মাঠ পর্যায়ের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন প্রদানের সুপারিশ করেছি। উড়ে এসে জুড়ে বসা কেউ মনোনয়ন পাক এটা চাইনি এবং এর প্রতিবাদ করেছি। কারণ আমি মাঠ পর্যায়ের রাজনীতি থেকে উঠে আসা এক জাপাকর্মী। আমাকে কি পদ দেয়া হলো- সেটা বড় করে দেখি না। আমি আমার নীতিতে অটল। রাজনীতি করতে এসেছি, জনগণের ভালোবাসা নিয়ে আজীবন থাকতে চাই।