খেলা
শান্তকে মুঠোফোনে যা বলেছেন সাকিব
স্পোর্টস রিপোর্টার
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
আঙ্গুলের চোটে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি নেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও। এবার আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হওয়ায় মাগুরা-১ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে সাকিব খোঁজ রাখছেন বাংলাদেশ দলেরও। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন সাকিব। আজ সিলেটে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ম্যাচের আগে দলের খোঁজখবর নিতে এই সিরিজে বাংলাদেশের নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগাযোগ করেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এই সিরিজে সাকিব ভাইকে অবশ্যই আমরা মিস করবো। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। দলের ব্যাপারে গতকাল রাতে তিনি ফোন করেছিলেন, অভিনন্দন জানিয়েছেন। দলের খেলোয়াড়দের শুভ কামনা জানিয়েছেন, যেন তারা ভালো করে। বলেছেন, আমরা যে জিনিসটা পারি, ওটাই যেন আমরা করি।’ আজ সকাল ৯ টা ৩০ মিনিটে সিলেটে শুরু বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্টটি। আগামী ৬ই ডিসেম্বর মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।