বিশ্বজমিন
কর্মকর্তাদের তাইওয়ানের সঙ্গে দূরত্ব বাড়ানোর নির্দেশ গ্রীসের
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৩, সোমবার, ৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৩ অপরাহ্ন
তাইওয়ান আয়োজিত কোনো অনুষ্ঠান বা ইভেন্টে যোগ না দেয়ার জন্য সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের কঠিনভাবে সতর্ক করেছে গ্রীস। নিজের প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের সাথে সম্ভাব্য কূটনৈতিক সমস্যা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি। এ খবর দিয়েছে জাপান ভিত্তিক নিক্কেই এশিয়া।
খবরে বলা হয়, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তাইওয়ানের অনানুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন দ্বীপটিকে স্বাধীন বলে স্বীকৃতি দেয় না। সরাসরি সম্পর্ক না থাকলেও তাইওয়ানের সঙ্গে সব ধরণের যোগাযোগই রয়েছে পশ্চিমা দেশগুলোর। সাম্প্রতিক সময়ে এস্তোনিয়া ও লাটভিয়া তাইপের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।
কিন্তু উল্টো পথে হাটছে গ্রীস। কারণ চীন হচ্ছে গ্রীসের প্রধান অর্থনৈতিক সহযোগী রাষ্ট্র। এমন অবস্থায় তাইওয়ানের সঙ্গে যোগাযোগ বজায় রেখে এই সম্পর্ককে হুমকিতে ফেলতে চায় না এথেন্স। তাই তাইওয়ান আয়োজিত যে কোনো ধরণের অনুষ্ঠান এড়িয়ে চলতে কর্মকর্তাদের কঠিন বার্তা দিয়েছে গ্রীস সরকার।
কর্মকর্তাদের কাছে পাঠানো এক ই-মেইলে গ্রীসের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্দ্রা পাপাদোপোলু বলেন, তাইওয়ান সম্পর্কিত কোনো সংবর্ধনা বা অনুষ্ঠানে গ্রীসের মন্ত্রী, সংসদ সদস্য এবং কর্মচারীরা অংশগ্রহণ করতে পারবে না।
গত ১০ই অক্টোবর তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিল ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডের কর্মকর্তারা। তবে গ্রীস থেকে কেউ সেখানে উপস্থিত ছিলেন না। চীন গ্রিসের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং ২০২২ সালে এথেন্সে প্রায় ১৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে দেশটি। একই সময়ে চীনে গ্রীস থেকে রপ্তানি হয়েছে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। এই বছরের শুরুর দিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ‘এক-চীন নীতি’র প্রতি ইইউ-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।