ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

‘সেরা দল বলেই ব্রাজিলকে সবাই হিংসা করে’

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২২, মঙ্গলবার
mzamin

চমৎকার ছন্দে আছে ব্রাজিল ফুটবল দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এক নম্বরে। ফর্মের বিচারে কাতার বিশ্বকাপে সেলেসাওদের সেরা সম্ভাবনা দেখছেন দলটির কোচ লিওনার্দো বাচ্চি তিতে। তিনি মনে করেন, বিশ্বের সেরা দল বলেই সবাই হিংসা করে ব্রাজিলকে। গতবারের তুলনায় অধিক আত্মবিশ্বাস নিয়ে এবার বিশ্বকাপে যাচ্ছেন এই কোচ। 

বৃটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিতে। এক পর্যায়ে সাংবাদিক তাকে প্রশ্ন করেন- ব্রাজিল দলটিকে কি সবচেয়ে বেশি হিংসা করা হয়? তিতে বলেন, ‘‘আমি আপনাকে একটা গল্প বলি। ইতালির একজন কোচ মিরান্ডাকে তাচ্ছিল্য করে (২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বাদ পড়ার পর) বলেছিল, ‘বেলজিয়ামের দ্বারা ছিটকে যাওয়ার অনুভূতিটা কেমন?’ আমি মিরান্ডার কাছে কথাটা শুনি এবং তাকে বলি ওই ইতালিয়ান কোচ কখনোই অনুভূতিটা জানবে না। কারণ সে ব্রাজিলের মতো দলকে কিংবা তার নিজ দেশকে কখনো কোচিং করায়নি। এটা ঈর্ষা। ঈর্ষান্বিত হয়েই সে মিরান্ডাকে এমনটা বলেছিল। অনেকেই ব্রাজিলকে হিংসা করে কিন্তু প্রকাশ করে না। সম্ভবত ব্রাজিল বিশ্বের সবেচেয়ে ঈষর্ণীয় একটি দল। আমিও তাই মনে করি। পেলে, জাগালো, টোস্টাও, গারিঞ্চাদের হিংসা করা হতো। যদি জাগালোকে (ব্রাজিলের ৯৪ বিশ্বকাপজয়ী কোচ) হিংসা করা হয় তবে আমাকে কেন নয়?’’

ব্রাজিলের মতো দলের ওপর চাপ সবসময়ই বেশি থাকে বলে স্বীকার করে নিলেন তিতে। তিনি বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে চাপ। দায়িত্বের চাপ, পজিশনের চাপ এবং প্রত্যাশার চাপ। আমি যখন সমর্থক ছিলাম, চাইতাম ব্রাজিল বিশ্বসেরা হোক। মানুষ আসলে কী প্রত্যাশা করে। বাছাই পর্বে আমাদের রেকর্ড পয়েন্ট ছিল। গত বাছাই পর্বে রেকর্ড ১২ ম্যাচ অপরাজিত ছিলাম। এবার টানা ১৭ ম্যাচ হারিনি। আর্জেন্টিনার চেয়ে বাছাই পর্বে ১৩ গোল বেশি করেছি। সবমিলিয়ে ২৯ ম্যাচে আমরা অপরাজিত। আমরা ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে। ২০১৯ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন এবং গত আসরে  রানার্সআপ হয়েছি। বাছাই পর্বে ১৭ ম্যাচে ১৩টিতেই ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছি। প্রতি ম্যাচে আমাদের গড় গোল ২.৫।’

ফর্মের কারণেই কাতারে নিজেদের সেরা সুযোগ দেখছেন তিতে, ‘আমরা বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এখন সময় ফাইনালে পৌঁছে চ্যাম্পিয়ন হওয়া। গত বিশ্বকাপে আমি দলের ম্যানেজার থাকার কারণ ভিন্ন ছিল (দুঙ্গা ২০১৬তে বরখাস্ত হলে তিতে তার স্থলাভিষিক্ত হন)। কিন্তু গত চার বছরের একটা সাইকেলে কাজ করার সুযোগ হয়েছে আমার। কাজেই প্রত্যাশা এবার বেশি।’ 

রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লীগ জিতিয়ে আলোচনার তুঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপেও তিনি হয়ে উঠতে পারেন ব্রাজিলের সেরা অস্ত্র। তবে এখনো তিতের কাছে বড় তারকা নেইমারই। তিনি বলেন, ‘নেইমার নেইমারই। সে আমাদের সবচেয়ে বড় তারকা হিসেবেই আছে।’ 

নিজের ভবিষ্যত পরিকল্পা নিয়ে তিতে বলেন, ‘যদি আমি ওয়ার্ল্ডকাপ জিততে পারি তাহলে আমার হাতে অনেক সুযোগ থাকবে ইউরোপের বড় কোনো ক্লাবের কোচ হওয়ার এবং সত্যি বলতে আমি আর ব্রাজিলে কাজ করতে চাই না। আমি এক বছরের জন্য ছুটি নেবো, নিজের পরিবারকে সময় দেবো আর ভালো কোনো প্রস্তাব এলে ভেবে দেখবো।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status