খেলা
মুমিনুলকে আগ্রাসী হওয়ার পরামর্শ আশরাফুলের
স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২২, মঙ্গলবার
ক্যারিয়ারের বড্ড দুঃসময় যাচ্ছে সদ্য সাবেক হওয়া বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। সাবেক এইঅধিনায়কের এখন দলে থাকাই কঠিন হয়ে গেছে। সর্বশেষ ১২ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে- ১৩*, ০, ৩৭, ০, ২, ৬, ৫, ২, ৯, ০, ০ এবং ৪ রান। তার এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। রানখরা কাটাতে মুমিনুলকে আগ্রাসী ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন টেস্টে ক্রিকেটে সর্ব কনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি মুমিনুলকে নিয়ে নিজের ভাবনা জানিয়ে বলেন, এই মুহূর্তে আসলে মুমিনুলের যা করা উচিত, আমার অভিজ্ঞতা থেকে মনে হয়, যেহেতু তার গত ১৩-১৪টা ইনিংস তার ভালো যাচ্ছে না। তার আউটগুলো যদি খেয়াল করি, দেখা যাবে ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে। সে খুবই সৎ। নিজের থেকে চাচ্ছে (ফর্মে) ফিরে আসার জন্য। যে কারণে রান পাওয়ার জন্য অনুশীলন ম্যাচগুলোতে সে ওপেনিংয়েও নেমে গিয়েছে। কিন্তু সেভাবে সফল হতে পারছে না।