খেলা
তাসকিনের ‘ব্যাকপেইন’ দিতে হবে পরীক্ষা
স্পোর্টস রিপোর্টার
২১ জুন ২০২২, মঙ্গলবার
ইনজুরির সঙ্গে তাসকিন আহমেদের সম্পর্ক যেন বন্ধুর মতো। ক্যারিয়ারের বড় একটা অংশজুড়ে তার দলে আসা-যাওয়ার পিছনে অন্যতম কারণ একের পর এক চোট। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান এই পেসার। এরপর খেলা হয়নি দেশের মাটিতে টেস্ট সিরিজে। একই কারণে যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে। তবে তিনি আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। ২৪শে জুন তার দেশ ছাড়ার কথা। তবে কাঁধের ইনজুরি কাটিয়ে ফিট হলেও এবার পড়েছেন নতুন জটিলতায়। শুরু হয়েছে ব্যাকপেইন। যে কারণে দেশ ছাড়ার আগে তাকে ২২শে জুন দিতে হবে আরও একবার ফিটনেস পরীক্ষা। এ দিন তিনি বোলিং করবেন। যদি সেখানে কোনো ধরনের ব্যথা অনুভব না করেন তাহলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে তার কোনো বাধা থাকবে না। তবে শেষ পর্যন্ত কোনো সমস্যা পাওয়া গেলে তার বাড়বে আরও অপেক্ষার পালা। কেন হঠাৎ তাসকিনের এমন হলো এ নিয়ে বিসিবি’র একটি সূত্র জানায়, ‘কাঁধের ইনজুরি থেকে ফিট হওয়ার পর বোলিং শুরু করেছিল তাসকিন। মনে হচ্ছে সেই সময়টাতে ওয়ার্কলোডটা ঠিকমতো হয়নি। যে কারণে পিঠে ব্যথা হচ্ছে। তাকে আমরা বিশ্রাম দিয়েছি। আপাতত কোনো বোলিং করছে না তবে জিম করছে। সময় আছে এখনো বেশ কয়েকটা দিন। সে ২২শে জুন একটা পরীক্ষা দিবে। ৫ ওভার বল করবে। তারপরই বোঝা যাবে সমস্যা হয় কিনা!’ মূলত তরুণ পেসার শরিফুল ইসলামকে তড়িঘড়ি করে ওয়েস্ট ইন্ডিজ পাঠানোর কারণও তাসকিনের হঠাৎ পিঠে ব্যথা। যদি কোনো কারণে তিনি যেতে না পারেন সেই ক্ষেত্রে শরিফুল আগেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে প্রস্তুত হতে পারবে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য।