ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

রেফারিদের বিদ্রোহ ঠেকাতে সম্মানী বাড়ানোর ঘোষণা বাফুফে’র

স্পোর্টস রিপোর্টার
২১ জুন ২০২২, মঙ্গলবার

এএফসি কাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ৩৮ দিন স্থগিত থাকা বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ফের মাঠে গড়াচ্ছে আজ। তবে রেফারিদের হুমকির কারণে লীগ মাঠে গড়ানো নিয়ে সংশয় ছিল। রেফারিরা হুমকি দিয়ে রেখেছিলেন সম্মানীসহ অন্যান্য দাবিদাওয়া পূরণ না হলে লীগে ম্যাচ পরিচালনা করবেন না তারা। এমন অবস্থায় প্রিমিয়ার লীগ শুরুর ২৪ ঘণ্টা আগে রেফারিদের ম্যাচ পরিচালনার সম্মানীসহ অন্যান্য সুযোগ-সুবিধা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রেফারিদের ম্যাচ বর্জনের পর গত ১৪ই জুন বাফুফে রেফারিজ কমিটি, রেফারিজ এসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে সভা করে সম্মানী নির্ধারণ করেছিল বাফুফে। মনমতো না হওয়ায় রেফারিরা বাফুফের সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। অবশেষে গতকাল আবার বৈঠক করে বাফুফে সম্মানী পুনঃনির্ধারণ করেছে। গতকালের সভায় রেফারিদের সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা একটা সম্মানজনকভাবে বৃদ্ধি করেছে বাফুফে। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লীগ পরিচালনা করলে ম্যাচ প্রতি একজন রেফারি সম্মানী পান ২৪০০ টাকা। সেটা বাড়িয়ে ৪০০০ টাকা প্রস্তাব করা হয়েছে। সহকারী রেফারিরা পান ২২০০ টাকা। সেটা বৃদ্ধি করে ৩৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। চতুর্থ রেফারিরা পাচ্ছেন ১৮০০ টাকা, বাড়িয়ে ৩৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।  চ্যাম্পিয়নশিপ লীগের রেফারিরা সম্মানী পেতেন ১৮০০ টাকা, বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৩০০০ টাকা। সহকারী রেফারিরা পেতেন ১৫০০ টাকা, বাড়িয়ে ২৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। চতুর্থ রেফারির সম্মানী ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। রেফারি, সহকারী রেফারি ও চতুর্থ রেফারিদের জন্য তিন ধরনের ভ্রমণভাতা প্রস্তাব করা হয়েছে। ডিএসহ অন্যান্য সুযোগ-সুবিধাও আনুপাতিক হারে বৃদ্ধি করে নতুন প্রস্তাব দিয়েছে বাফুফে।  বাফুফে আশা করছে পুনঃনির্ধারিত সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাবের পর রেফারিরা মাঠে ফিরে আসবেন।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status