ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

দুর্নীতিবাজরা নেতৃত্বে আসুক এটা আমরা চাই না: দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৮ অপরাহ্ন

mzamin

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ বিজয়ী হয়ে নেতৃত্বে আসুক এমনটা দুদক চায়না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, দুর্নীতিবাজরা নেতৃত্বে আসুক সেটা আমরাও চাই না। তবে নির্বাচনকে সামনে রেখে  আমাদের এমন কিছু করা উচিত হবে না যাতে করে নির্বাচন বাধাগ্রস্ত হয়। 
মঙ্গলবার বিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদক কার্যালয়ে সেমিনার কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

দুদক সচিব মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুদকের কমিশনার জহুরুল হক, আছিয়া খাতুন, রিপোর্টার্স অ্যাগেইননস্ট করাপশনের সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব।
মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি হয়। আপনারা দেখবেন দুর্নীতিবাজ, দুর্নীতির সাহায্যকারী, দুর্নীতিবাজদের অফিসে চাকরি করে যারা, যারা সহায়তা করে দুর্নীতির সুবিধাভোগী তার বিপরীতে আমরা কতজন? এতো বড় একটা শ্রেণির বিরুদ্ধে শুধুমাত্র দুদক দিয়ে  দুর্নীতি দমন করা সম্ভব হবে বলে আমি মনে করি। এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এগুলোকে এড্রেস করেই আমাদেরকে এগোতে হবে।

নির্বাচন সামনে রেখে দুদকের কোনো প্রস্তুতি আছে কি না সাংবদিকদের এমন প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, আমিতো মনে করি নির্বাচনকে বাধাগ্রস্ত করে আমাদের এমন কোনো কাজ করা উচিত হবে না। অতীতে যেভাবে হয়েছে, আরপিও ও দুদক আইনে যা আছে আমরা সেভাবেই কাজ করবো। আপনদের মতো আমরাও চাই দুর্নীতিবাজরা ক্ষমতায় না আসুক।

চার্জশিট দাখিলে পরও অভিযুক্ত সরকারি কর্মকর্তারা কর্মচারীরা চাকরি করছেন, পদোন্নতি পাচ্ছেন, এমন নজির রয়েছে বলে প্রশ্ন করা হলে  এই বিষয়ে  মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন,  চার্জশিট দেয়ার পর,  সরকারের সর্বনিম্ন কিংবা উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা কর্মচারী হোক, আমাদের সচিবের স্বাক্ষরে মন্ত্রীপরিষদ সচিবের কাছে চিঠি দেয়া হয়। উনার দায়িত্ব সবাইকে জানানো বিভাগীয় ব্যবস্থা নেয়া যারা যার পদোন্নতি পায় এটা তাদের নিজস্ব নীতিমালার বিষয়। আমরা চার্জশিট দিয়ে আদালতে সোপর্দ করবো।

জনপ্রত্যাশা পূরণের চেষ্টা করছি জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, জনগণ শুধু প্রত্যাশা করবে, দুর্নীতি নির্মূলে নিজেরা কাজ করবে না, আইনকে সহায়তা করবে না, তাহলে তো প্রত্যাশা পূরণ হবে না। জনগণ সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ হয়ত  প্রত্যাশার কাছাকাছি যেতে পারবো।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status