খেলা
জাতীয় ক্রিকেট লীগ
চ্যাম্পিয়ন চট্টগ্রাম খুলনায় রেকর্ড মেহেদীর
স্পোর্টস রিপোর্টার
২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
রাজশাহী বিভাগকে অল্প রানে আটকে রাখলেন সমপ্রতি জাতীয় দলে ডাক পাওয়া হাসান মুরাদ। এরপর ছোট লক্ষ্য দ্রুত টপকালেন হাসান মাহমুদ জয়। সহজ জয়ে রাজশাহীকে হারিয়ে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় স্তরের শিরোপা জিতলো চট্টগ্রাম বিভাগ।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় স্তরের শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ছয় ম্যাচে এটি তাদের পঞ্চম জয়। সব মিলিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের শিরোপা ঘরে তুললো তারা। প্রথম ইনিংসে রাজশাহীকে ১৮৯ রানে থামিয়ে ২৯০ রান করে চট্টগ্রাম। ১০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১২৪ রানে অলআউট হয়। ফলে চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৪ রান আর সেটি স্রেফ ২.২ ওভারেই টপকে যায় চট্টগ্রাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া মুরাদ দ্বিতীয় ইনিংসে নেন আরও ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বাদশ ফাইফার। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ডাক পেয়েছেন মুরাদ। জাতীয় দলে যোগ দেওয়ার আগে ম্যাচ সেরা হলেন তিনি। একই দলের স্পিনার টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৬ উইকেট নেওয়া নাঈম হাসান জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
এদিকে ব্যর্থ বিশ্বকাপ শেষে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় স্তরের ম্যাচে মাঠে ফিরেই চমক দেখান শেখ মেহেদী। বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে খুলনার হয়ে খেলা এই স্পিনারের শিকার ১০ রানে ৮ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ক্যারিয়ারসেরা ৭২ রানে ১২ উইকেট নেওয়া মেহেদীর হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ডানহাতি বোলারের এটিই সেরা বোলিং ফিগার।
গতকাল ঘরের মাঠ শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদির স্পিনে বরিশালকে স্রেফ ৪৬ রানে গুটিয়ে দেয় খুলনা। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই দলীয় সর্বনিম্ন স্কোর। ছোট লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে জিতেছে খুলনা বিভাগ। এর আগে প্রথম ইনিংসে ২৩৯ রান করে বরিশাল। জবাবে খুলনা ২১৪ রানে অলআউট হয়।