বিশ্বজমিন
ইম্ফল বিমানবন্দরে ইউএফও! উড়ে গেল যুদ্ধবিমান
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ৩:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৩ অপরাহ্ন

ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখা গেছে। এমন খবরে তোলপাড় শুরু হয় ভারতে। এ খবর পাওয়ার পর ইউএফওর সন্ধানে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পাঠিয়ে দেয়া হয় দুটি রাফায়েল যুদ্ধবিমান। স্থানীয় সময় রোববার বিকেল আড়াইটার দিকে ওই বিমানবন্দরের ওপরে ইউএফও দেখা যায়। এর ফলে কয়েকটি বাণিজ্যিক বিমানের ফ্লাইট বিলম্বিত হয়।
ভারতের বার্তা সংস্থা এএনআই’কে প্রতিরক্ষা বিষয়ক একটি সূত্র বলেছেন, ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফওর সন্ধান পাওয়ার খবরে আমরা দ্রুততার সঙ্গে পার্শ্ববর্তী একটি বিমানঘাঁটি থেকে একটি রাফায়েল যুদ্ধবিমান পাঠিয়ে দিই। এই যুদ্ধবিমানে আছে অত্যাধুনিক সেন্সর। এর সাহায্যে ওই এলাকায় কথিত ইউএফও শনাক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি। এই যুদ্ধবিমানটি ফিরে আসার পর অন্য একটি রাফায়েল যুদ্ধবিমান পাঠানো হয়। কিন্তু ইউএফওর সন্ধান মেলেনি।
তা এখন সংশ্লিষ্ট এজেন্সিগুলো পরীক্ষা করে দেখছে। বিমানবন্দরটি বিমান চলাচলের জন্য ক্লিয়ার করার পর ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন কমান্ডের শিলং প্রধান কার্যালয় থেকে বলা হয়, তারা বিমান প্রতিরক্ষা ম্যাকানিজম সক্রিয় করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা। এক্সে দেয়া এক পোস্টে ইস্টার্ন কমান্ড বলেছে, ভারতীয় বিমানবাহিনী ইম্ফল বিমানবন্দরের দৃশ্যমান জিনিসের প্রেক্ষিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। তবে ছোট্ট ওই বস্তুটি আর দেখা যায়নি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের হাশিমারা বিমানঘাঁটিতে মোতায়েন আছে ভারতের বিমান বাহিনীর রাফায়েল যুদ্ধবিমান। পূর্বাঞ্চলীয় বিভিন্ন বিমানঘাঁটির মধ্যে তা চলাচল করে, বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত সংলগ্ন এলাকায়।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]