ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

বিয়ে করলেন স্লামডগ মিলিয়নিয়ারের সেই রুবিনা

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৯ নভেম্বর ২০২৩, রবিবার, ১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৩ অপরাহ্ন

mzamin

অস্কারজয়ী ভারতীয় ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ারে’র সেই রুবিনা আলি কুরেশি (২৪) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ে করেছেন মুম্বইয়ের সফল উদ্যোক্তা মোহাম্মদ সাব্বির জোড়িওয়ালাকে। সাব্বির দুটি বরফ কারখানার মালিক ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। দীর্ঘদিনের জানাশোনা ছিল তাদের। এর পরিণতি সম্পন্ন হয় ১৭ই নভেম্বর, শুক্রবার। মুম্বইয়ের বদ্রি মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করে তিনি ভক্তদের উদ্দেশে লিখেছে- জীবনে নতুন পথে যাত্রা। মিস কুরেশি থেকে মিসেস জোড়িওয়ালা। স্লামডগ মিলিয়নিয়ারে ১৫ বছর আগে ‘লতিকা’ নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন রুবিনা আলি। তিনি যখন স্লামডগ মিলিয়নিয়ারে অভিনয় করেন, তখন তার বয়স মাত্র ৮ বছর। 

প্রতিবেশী মোহাম্মদ সাব্বিরের সঙ্গে অনেক বছর আগে থেকেই জানাশোনা ছিল। সেই সম্পর্ক আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকে। অবশেষে মুসলিম রীতি অনুযায়ী তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে রুবিনা লিখেছেন- আলহামদুলিল্লাহ নিকাহ হয়ে গেল। কভার এশিয়া প্রেসের তথ্য অনুযায়ী বিয়ের পর রুবিনা বলেছেন- আমি খুব সুখী। বহু বছর আগে থেকে মোহাম্মদ আমার পরিচিত। এখন আমরা স্বামী-স্ত্রী। আমাদের স্বপ্ন সত্য হলো। মনে হচ্ছে এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমাদের পাশে রয়েছেন পরিবারের সদস্যরা। তাদের আশীর্বাদ আছে আমাদের ওপর। 

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় একশ অতিথিকে। দু’দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তবে এতে তার স্লামডগ মিলিয়নিয়ারের বন্ধুরা যোগ দেননি। তাদের অনেকের সঙ্গে তার যোগাযোগও নেই। রুবিনা বর্তমানে একটি বিউটি পার্লারের মালিক। মুম্বইয়ে এই পার্লারের নাম ‘রুবিনাস বিউটি হেয়ার অ্যান্ড নেইলস’। তিনি এখন পেশাদার একজন বিউটিশিয়ান, মেকআপ এবং চুলের আর্টিস্ট।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status