খেলা
নারী ক্রিকেটারকে যৌন নির্যাতনের পর ব্ল্যাকমেইল
স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২২, সোমবার
নারী ক্রিকেটারকে যৌন নিপীড়নের অভিযোগে বরখাস্ত হলেন পাকিস্তানের জাতীয় পর্যায়ের এক ক্রিকেট কোচ। ওই কোচের নাম নাদিম ইকবাল। তিনি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সাবেক নামকরা পেসার। নাদিমের বিরুদ্ধে সুযোগ পাইয়ে দেয়ার নামে যৌন হয়রানি করার সত্যতা মিলেছে। সংবাদমাধ্যমকে পিসিবির এক কর্তা বলেছেন, বিষয়টি এখন পুলিশের তত্ত্বাবধানে। প্রচলিত আইনেই নাদিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’। তিনি আরো বলেন, ‘আমরা কোনো তদন্ত করছি না। যেহেতু এটি পুলিশের কাজ। তবে আমাদের সঙ্গে থাকা কোনো শর্ত ভঙ্গ সে করেছেন কি না সেটা খাতিয়ে দেখা হচ্ছে।’ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ৮০ ম্যাচ খেলেছেন নাদিম ইকবাল। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ৪৯ ম্যাচ। মুলতানে ক্রিকেট কোচ হিসেবে পরিচিত মুখ নাদিম। ভুক্তভোগী ওই নারী ক্রিকেটার এক ভিডিও বার্তায় বলেন, ‘জাতীয় দলে সুযোগ পাইয়ে দেয়া ও বোর্ডে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে তার বন্ধুদের নিয়ে আমাকে যৌন নিপীড়ন করে। এসবের ভিডিও মানিয়ে আমাকে ব্ল্যাকমেইলও করেছে।’ মুলতানের ক্রিকেট কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ এবারই প্রথম নয়। ২০১৪ সালে পাঁচ নারী ক্রিকেটার মুলতান ক্রিকেট ক্লাবের কর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।