খেলা
‘ভুল সারা’কে গিলের প্রেমিকা ভাবছে সবাই
স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
ভারতীয় ওপেনার শুবমান গিল শট খেললেই গ্যালারিতে উঠছে ‘সারা সারা’ স্লোগান। এবারের বিশ্বকাপে ভারতের ম্যাচে এমন দৃশ্য বেশ কয়েকবারই দেখা গেছে। গত সপ্তাহে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে তো ‘সারা ভাবী, সারা ভাবী’ আওয়াজও শোনা গেছে। সেদিন গ্যালারিতে ছিলেন শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। গিলও খেলেন ৯২ রানের দারুণ ইনিংস।
তবে কেউ কেউ মনে করেন, শচীন-কন্যা সারা নন, গিল আসলে অভিনেতা সাইফ আলী খানের মেয়ে বলিউড তারকা সারা আলী খানের সঙ্গে প্রেম করছেন। মাঝে এ দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে। সব মিলিয়ে অনেকেরই কৌতূহল, গিলের প্রেম আসলে কোন সারার সঙ্গে?
এবার গিলের প্রেমিকা বিষয়ক প্রশ্নের উত্তর সম্ভবত অনেকটাই স্পষ্ট হতে যাচ্ছে। আর সেটা সারা আলী খানের মাধ্যমে। ‘কফি উইথ করণ’ টিভি অনুষ্ঠানের সামনের পর্বে হাজির হচ্ছেন সারা আলী খান। অনুষ্ঠানের একটি প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, সারাকে গিলের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে জিজ্ঞাসা করছেন সঞ্চালক করণ জোহর। জবাবে সারা আলী খান বলেন, ‘আপনি ভুল সারাকে জিজ্ঞাসা করছেন। পুরো দুনিয়া ভুল সারার পেছনে ছুটছে।’ এ বিষয়ে সারা আলী খান আরও কিছু বলেছেন কি না, অনুষ্ঠান প্রচারিত হলে জানা যাবে। তবে সারা আলী খানের কথা অনুযায়ী গিল প্রেম করছেন অন্য সারা, মানে সারা টেন্ডুলকারের সঙ্গে। শচীন-কন্যা সারার সঙ্গে ভারতীয় ক্রিকেটার গিলের সম্পর্কের কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। মাঝে সারা আলী খানের সঙ্গেও গিলকে দেখা গেছে। দুজন মুম্বইয়ের রেস্তোরাঁ, বিমানবন্দর ও হোটেলের লবিতে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েন।
তবে কয়েক মাস ধরে আবারও সারা টেন্ডুলকারের সঙ্গে গিলের নাম শোনা যাচ্ছে। গত সপ্তাহে শ্রীলঙ্কা ম্যাচের আগে মুম্বইয়ে মুকেশ আম্বানির মালিকানার একটি শপিং মল উদ্বোধন উপলক্ষে বলিউডের বেশ কয়েকজন তারকা উপস্থিত হয়েছিলেন। সেদিন ভারতীয় ক্রিকেটাররা টিম হোটেলে থাকলেও গিল গিয়েছিলেন অনুষ্ঠানে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে একসঙ্গে বের হচ্ছিলেন সারা ও গিল। ঠিক সে সময় পাপারাজ্জিদের ক্যামেরা নজরে পড়ে গিলের। নিজেকে আড়াল করতে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান গিল, থামিয়ে দেন সারাকেও। এর কিছুক্ষণ পর একাই গাড়িতে চড়ে গিল চলে যান।