ভারত
অগ্নিপথ নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ
লক্ষীসরাইতে ট্রেনে আগুন, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ ৭ রাজ্যে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১১ মাস আগে) ১৮ জুন ২০২২, শনিবার, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২৯ অপরাহ্ন

ফাইল ছবি
সেনাবাহিনীতে চার বছরের জন্য স্বল্পকালীন নিয়োগের যে অগ্নিবীর প্রকল্প নিয়েছে মোদি সরকার তার বয়সসীমা আজ শিথিল করে ২১ থেকে ২৩ করা হয়েছে। কিন্তু, তাতেও ক্ষোভ কমেনি সাত রাজ্যে। বিহারের লক্ষীসরাইতে আজ সকালে একটি ট্রেন আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে। জেহানাবাদ, নোয়াদাতে বিক্ষোভ ছড়িয়েছে। হরিয়ানা ও মধ্য প্রদেশে দফায় দফায় বিক্ষোভে উত্তাল রাজ্যগুলি। সড়ক অবরোধ করা হয়েছে, দেয়া হয়েছে বাসে আগুন। পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বিহারের দুটি জায়গায়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে অগ্নিপথ-এর বিরোধিতা করেছেন। বলেছেন, সেনার চাকরি করতে ইচ্ছুকদের বঞ্চিত হতে হবে এর জন্য। তারা অবিলম্বে অগ্নিপথ-এর প্রত্যাহার চেয়েছেন।