ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রকমারি

রেকর্ড গড়তে ১৩ হাজার ফুট থেকে ঝাঁপ দিলেন ১০৪ বছরের প্রৌঢ়া

মানবজমিন ডিজিটাল

(১১ মাস আগে) ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার, ২:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

শিকাগোর ১০৪ বছর বয়সী ডরোথি হফনার প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র। হফনার একটি বিমান থেকে ঝাঁপ দিয়ে স্কাইডাইভ করে সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন হয়ে উঠেছেন। গিনেস ওয়ার্ল্ড তাঁর রেকর্ডটি যাচাই করে দেখছে। শতবর্ষী ডরোথি তার ওয়াকারকে ছেড়ে দিয়ে একটি বিমানে চড়ে, আত্মবিশ্বাসের সাথে স্কাইডাইভিং করেন। 

হফনার সিএনবিসি মেক ইটকে বলেছেন- ''এটি বেশ মজার ছিলো। একটি প্যারাসুটে চেপে নিচে নেমে আসার অভিজ্ঞতা দারুন। আপনি পুরো গ্রাম ওপর থেকে দেখতে পারবেন। স্কাইডাইভ শিকাগো হফনারের স্কাইডাইভিং রেকর্ড ভাঙার চেষ্টা করার ভিডিও আপলোড করেছে। ক্যাপশনে লেখা ছিল, "আমাদের ১০৪ বছর বয়সী বন্ধু ডরোথি হফনারকে স্কাইডাইভ করতে সাহায্য করা আশ্চর্যজনক ছিল! তিনি আমাদের সকলকে মনে করিয়ে দিয়েছিলেন যে বয়স কেবল একটি সংখ্যা। জীবনের সৌন্দর্য আপনার থেকে কয়েক ধাপ দূরে।" 

এই প্রথমবার নয়, তিনি স্কাইডাইভ করছেন তার ১০০ তম জন্মদিনে, প্রথম স্কাইডাইভিং -এর অভিজ্ঞতা অর্জন করেন ডরোথি। চার বছর পরে, তিনি এটি পুনরায় করতে চেয়েছিলেন। মাঝআকাশে বিমান থেকে ঝাঁপ দেবার সময় ডরোথির সঙ্গে ছিলেন একজন পেশাদার স্কাইডাইভার। গোটা প্রক্রিয়ায় তাঁকে কখনই ভীত বা সন্ত্রস্ত মনে হয়নি। ভিডিওটি শেয়ার করেছে শিকাগোর একটি স্কাইডাইভ সংস্থা। মাটিতে নেমে আসার পর স্থানীয়রা উল্লাসে ফেটে পড়েন ডরোথিকে দেখে। স্কাইডাইভ শিকাগোর একজন প্রতিনিধির মতে, ডোরোথিকে শীঘ্রই টেন্ডেম প্যারাসুট জাম্প করা সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ঘোষণা করা হতে পারে। ১০৪ বছরের প্রৌঢ়া বলেন, "যদি আপনি কখনও সুযোগ পান, এটা করুন। ভয়ের কিছু নেই। ''বর্তমানে, রেকর্ডটি ১০৩ বছর বয়সী এক প্রৌঢ়ার দখলে রয়েছে।

সূত্র: এনডিটিভি

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status