রকমারি
ঋণ পাওয়ার আশায় মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে গেলেন ব্রাজিলিয়ান নারী
মানবজমিন ডিজিটাল
(৪ মাস আগে) ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৭ অপরাহ্ন
ব্যাংক থেকে ঋণ পাবার আশায় মৃত ব্যক্তিকে ব্যাংকে নিয়ে গেলেন এক ব্রাজিলিয়ান নারী। ব্যাংকের সাথে ওই নারীর মুখোমুখি আলাপচারিতার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে দেশব্যাপী সমালোচনার জন্ম দিয়েছে। ইটাউ ব্যাংকের রিও ডি জেনিরো শাখার কাউন্টারে ওই নারীকে দেখা গেছে। তাঁর সঙ্গে ছিলেন হুইলচেয়ারে থাকা একজন বয়স্ক ব্যক্তি। তার মাথা তুলে ধরে কলম ধরানোর চেষ্টা করছিলেন ওই নারী।
পুলিশের মতে, তিনি ৩,০০০ ডলারের সমতুল্য একটি ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন, যা ইতোমধ্যেই ব্যাংক দ্বারা অনুমোদিত হয়েছিল কিন্তু ওই বয়স্ক ব্যক্তির সাক্ষরের প্রয়োজন ছিল। কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে, বয়স্ক ব্যক্তি কোনও প্রতিক্রিয়াহীন অবস্থায় হুইল চেয়ারে বসে আছেন। তার বাহু নিস্তেজ এবং কথা বলতে গেলে তার মাথা বারবার এলিয়ে পড়ে যাচ্ছে চেয়ারে। তাঁকে ওই নারী যতবার বলছেন সই করতে হবে, ততবার কোনো উত্তর মেলেনি হুইল চেয়ারে থাকা ওই ব্যক্তির তরফে। ব্যাঙ্কের কর্মীদের বিষয়টি দেখে সন্দেহ হয়।
রিও ডি জেনিরো সিভিল পুলিশ প্রধান ফ্যাবিও লুইস সুজা বলেছেন, ব্যাংক পরিচারকরা তখন একটি অ্যাম্বুলেন্স ডাকার সিদ্ধান্ত নেন। প্যারামেডিকরা ওই ব্যক্তিকে দেখে বলেন, লোকটি কয়েক ঘণ্টা আগেই মারা গেছেন এবং যখন সে ব্যাংকে পৌঁছেছিল তখন সে মৃত ছিল। পুলিশ বলছে, তারা এখনও ওই নারী ও মৃত ব্যক্তির মধ্যে সম্পর্ক জানার চেষ্টা করছে। CNN Brasil রিপোর্ট করেছে যে ওই নারীর পরিবারের আইনজীবী পুলিশের দেওয়া তথ্যের বিরোধিতা করেছেন। তাঁর দাবি, 'যেমন বলা হয়েছে বিষয়টা তেমন ঘটেনি, লোকটি জীবিত অবস্থাতেই ব্যাংকে পৌঁছায়।"
সূত্র : সিএনএন