রকমারি
বইমেলার সেই পোস্টার সরিয়ে নিল বাংলা একাডেমি
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৯:০৪ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রদর্শিত একটি পোস্টার সরিয়ে নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। তারা বলেছে, পোস্টারটি বাংলা একাডেমি তৈরি করেনি। অন্য একটি পক্ষের করা এই পোস্টার নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তারা।
‘৫২-এর চেতনা ২৪-এর প্রেরণা’ স্লোগান লেখা বইমেলা উপলক্ষ্যে তৈরি করা এই পোস্টার টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত পথে কয়েকটি জায়গায় লাগানো হয়। বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে উপস্থাপন করতে এখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি ১৯৭১ সালের ১৫ই মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে তোলা ছবি। শনিবার বইমেলার উদ্বোধনের পর অনলাইনে এই পোস্টারের ছবির পাশে ১৯৭১ সালে শহীদ মিনারের সমাবেশের ছবি দিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন কেউ কেউ। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সূত্রপাত হয়।
তবে এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, প্রথম কথা এটা বাংলা একাডেমির পোস্টার না। তবে বইমেলার পোস্টার। একাডেমির মেলার আয়োজকদের পক্ষ থেকে এটি বানানো হয়নি। অন্য একটি পক্ষ তৈরি করেছে। আমাদের কোনোভাবে দৃষ্টি এড়িয়ে গেছে। তবে আমরা জানার সঙ্গে সঙ্গে পোস্টারটি সরানো হয়েছে। তিনি আরও বলেন, পোস্টারটি সম্ভবত মেট্রোরেলের পিলারের সঙ্গে ছিল।
পাঠকের মতামত
বান্দ্রামী কত প্রকারর হচ্ছে, হবে আরও কত কি। উপর ওয়ালার আদালতে সবারই হবে দাঁড়াতে চলবে না ফাঁকি।