রকমারি
তীব্র চুমুর বড় মাশুল গুনতে হল প্রেমিককে
মানবজমিন ডিজিটাল
(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৪ অপরাহ্ন
একজন চীনা ব্যক্তি ভেবেছিলেন তার বান্ধবীকে ১০ মিনিট ধরে চুম্বন করে ভালোবাসা প্রদর্শন করবেন। কিন্তু হিতে বিপরীত হলো। প্রেমিক এখন হাসপাতালে ভর্তি। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি তার বান্ধবীকে একটানা চুন্বন করার পর শ্রবণশক্তি হারিয়েছেন। ২২ আগস্ট, ওই যুগল চুম্বন করছিলেন যখন হঠাৎ প্রেমিক তার কানে তীব্র ব্যথা অনুভব করে। ওই যুগলে চীনের পূর্ব ঝেজিয়াং প্রদেশের ওয়েস্ট লেকে ডেটে ছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা আবিষ্কার করেন যে তার কানের পর্দা ফুটো হয়ে গেছে।
সম্পূর্ণ সুস্থ হতে তার দুই মাস সময় লাগবে এবং চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক দিতে শুরু করেছেন। কিন্তু কি করে এমন হলো ? চিকিৎসকরা জানাচ্ছেন যে আবেগপূর্ণ চুম্বন কানের ভিতরে বায়ুচাপের দ্রুত পরিবর্তন ঘটাতে পারে। সঙ্গীর শ্বাস-প্রশ্বাসের সংস্পর্শে এলে ভারসাম্যহীনতা সৃষ্টি করে যার জেরে কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এমন ঘটনা এই প্রথম নয়।
২০০৮ সালে, দক্ষিণ চীনের একজন তরুণীকে তার প্রেমিক আবেগপূর্ণ চুম্বন করতে গিয়ে আংশিকভাবে তার শ্রবণশক্তি হারিয়েছিলেন ওই তরুণী । দক্ষিণ গুয়াংডং প্রদেশের ঝুহাই থেকে ২০ বছরের মেয়েটি তার বাম কানে সম্পূর্ণ বধির হয়ে হাসপাতালে গিয়েছিল। ঘটনাটি চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে তীব্র আলোচিত হয়। ১ মিলিয়ন লাইক এবং ৪ লক্ষ কমেন্ট সংগ্রহ করে অদ্ভুত ঘটনাটি ।
সূত্র: এনডিটিভি